Monday, August 13, 2018

English lessons -20 Learn to speak English through Bengali language In 30 Days

English Bengali
They stayed in a hotel. ওরা হোটেলে ছিল।
We played cricket yesterday. আমরা গতকাল ক্রিকেট খেলেছিলাম।
We worked together. আমরা একসঙ্গে কাজ করেছিলাম।
I walked to office yesterday. আমি গতকাল হেঁটে অফিস গিয়েছিলাম।
I watched a movie with my friends. আমি আমার বন্ধুদের সঙ্গে মুভি দেখেছিলাম।
Past Tense - Regular Verbs অতীত কাল - Regular Verbs  
Past form of walk, talk, copy, dance, etc. walk, talk, copy, dance ইত্যাদির Past form
Usage of Simple Past Tense  Simple Past Tense-এর ব্যবহার
To talk about actions completed in the past যেসকল ঘটনা অতীত কালে সম্পন্ন হয়েছিল সেগুলির বর্ণনা
It is not necessary to mention time over here এখানে সময়কাল উল্লেখ করবার প্রয়োজন নেই
Two types of Verbs are used in the Past Tense - Regular and Irregular Past Tense-এ দু প্রকারের Verb ব্যবহার করা হয় Regular  এবং Irregular 
Verbs that end with "d", "ed" and "ied" in their Simple Past Tense forms are known as Regular Verbs. সাধারণ অতীত কালের রূপে যেসকল Verb-গুলির শেষে "d", "ed" and "ied" ইত্যাদি যোগ করা হয় সেগুলিকে Regular Verbs বলে
Like যেমন
Past form of "play" is "played". Therefore, "play" is a regular verb. "play"-র Past form হল "played"। সেইকারণে, "play" হল একটি regular verb 
Some regular verbs in the past form are given below past form-এ থাকা কয়েকটি regular verbs-এর উদাহরণ নীচে দেওয়া হল
Arrive পৌঁছানো
Ask জিজ্ঞাসা করা
Cry কাঁদা
Earn উপার্জন করা
Listen শোনা
Play খেলা করা
Stay বাস করা
Study পড়াশুনা করা
Walk হাঁটা
Watch দেখা
The children played cricket. বাচ্চারা ক্রিকেট খেলেছিল।
I enjoyed the show. আমার শোটি দারুন লেগেছিল।
He arrived in the morning. উনি সকালে এসে পৌঁছেছেন।
She shouted. ও চিত্কার করেছিল।
My father cooked food yesterday. আমার বাবা গতকাল খাবার রান্না করেছিলেন।
He played well. ও দারুন খেলেছিল।
Nikhil watched a film yesterday. নিখিল গতকাল একটি ফিল্ম দেখেছিল।
They arrived late. ওঁরা দেরী করে পৌঁছেছিলেন।
Ravi lived in Bangalore for 2 years. রবি 2 বছর ধরে ব্যাঙ্গালোরে থেকেছিল।

No comments:

Post a Comment