Monday, August 13, 2018

English lessons -25 Learn to speak English through Bengali language In 30 Days

English Bengali
What did you do? আপনি কি করেছিলেন?
Where were you? আপনি কোথায় ছিলেন?
How did Ravi go? রবি কিভাবে গিয়েছিল?
When did Savita come? সবিতা কখন এসেছিলেন?
Why did you go there? আপনি ওখানে কেন গিয়েছিলেন?
Past Tense অতীত কাল
To form 'WH' questions WH' প্রশ্ন গঠণ করা
Usage of "WH" words with was, were, did was, were, did-এর সঙ্গে 'WH' শব্দাবলির ব্যবহার
Questions that provide some information in their answers are called Informative Questions. যেসকল প্রশ্নাবলির উত্তরের মাধ্যমে কিছু তথ্য জানতে পারা যায় সেগুলিকে Informative Questions বলে। 
Informative Questions are also called "WH" questions as they are formed by using "WH" words. যেসকল Informative Questions, "WH"শব্দাবলি দ্বারা গঠিত হয় সেইসকল গুলিকে "WH"-প্রশ্নাবলিও বলে।
WH Words are given below with their meanings -  WH Word-গুলির সঙ্গে তাদের অর্থ নীচে উল্লেখ করা হল - 
What কি
Why কেন
Where কোথায়
Who কে
How কেমন
Remember -  মনে রাখবেন - 
WH words are used with was, were, did. WH word-গুলি was, were, did-এর সঙ্গে ব্যবহার করা হয়।
Was/Were - Used to form questions withour verbs. Was/Were - verb ব্যতিরেকে প্রশ্ন তৈরী করবার জন্য ব্যবহার করা হয়।
Did - Used to make questions with verbs. Did - verb সহ প্রশ্ন তৈরী করবার জন্য ব্যবহার করা হয়
Where were you born? আপনি কোথায় জন্মেছিলেন?
How was your holiday? আপনার ছুটি কেমন কাটল?
Why was the door open? দরজাটি কেন খোলা ছিল?
Who was that boy? ঐ ছেলেটি কে?
What was that noise? এত গোলমাল কিসের?
WH question format - using 'did' did' ব্যবহার করে - WH প্রশ্নের গঠণ
To form questions with verbs verb সহ প্রশ্ন গঠণ করতে হলে
What time did you get up? আপনি কোন সময়ে ঘুম থেকে উঠেছিলেন?
Where did you go for holiday? ছুটিতে আপনি কোথায় গিয়েছিলেন?
Why did he come late? কেন তিনি দেরী করে এসেছিলেন?
What did you do there? আপনি কেন সেখানে গিয়েছিলেন?
How did it taste? এটার স্বাদ কেমন ছিল?
Please remember - The base form of the verb comes with 'did', not the past form. অনুগ্রহ করে মনে রাখবেন - 'did'-এর সঙ্গে verb-এর base form থাকে, past form নয়।
Who were you with? আপনি কার সঙ্গে ছিলেন?
Why did the children make a noise? কেন বাচ্চারা গোলমাল করছিল?
How did Shivani reach the mall? শিবানী কিভাবে মল-এ পৌঁছেছিল?
When did Ravi do his homework? রবি কখন তার হোমওয়ার্ক করেছিল?
Where were you yesterday? আপনি গতকাল কোথায় ছিলেন?
What was your plan? আপনার পরিকল্পনা কি ছিল?

No comments:

Post a Comment