Monday, August 13, 2018

English lessons -9 Learn to speak English through Bengali language In 30 Days

ENGLISH  Bengali
Rohan never comes on time. রোহন কখনও সঠিক সময়ে আসে না।
They sometimes come to meet us. তাঁরা কখনও কখনও আমাদের সঙ্গে দেখা করতে আসেন।
I brush my teeth twice a day. আমি দিনে দুবার করে দাঁত ব্রাশ করি।
My mother goes to the temple daily. আমার মা প্রতিদিন মন্দিরে যান।
I always get nervous before exams.  প্রতিবারই আমি পরীক্ষার আগে স্নায়ুর চাপে ভুগি।
Words of frequency যে শব্দগুলির দ্বারা বারংবার ব্যবহার বোঝায়
We will learn: আমরা যা শিখব
These words tell how many times action is done এই শব্দগুলি আমাদেরকে বোঝায় যে কাজটি কতবার করা হয়েছে
Always সর্বদা
Sometimes কখনও কখনও
Never কখনই না
Remember  মনে রাখবেন
These words come before verbs in sentences এই শব্দগুলি বাক্যে verb-এর পূর্বে বসে
I always eat vegetarian food. আমি সর্বদা নিরামিষ খাবার খাই
I never go to office by bus. আমি কখনই বাসে করে অফিসে যাই না
Few more examples of 'words of frequency'  words of frequency'-এর আরো কয়েকটি উদাহরণ
daily  প্রতিদিন
weekly সাপ্তাহিক
yearly বাত্সরিক
hourly ঘন্টায় ঘন্টায়
once একবার
twice দুবার
thrice তিনবার
every Monday প্রতি সোমবার
on the first of every month  প্রতি মাসের প্রথম দিন
These words come in the beginning or at the end of the sentence এই শব্দগুলি বাক্যের প্রথমে বা বাক্যের একদম শেষে বসে
I go to the temple daily. আমি প্রতিদিন মন্দিরে যাই
Every Monday, we go to the temple. প্রতি সোমবার, আমরা মন্দিরে যাই
I go to Delhi once a month. আমি মাসে একবার দিল্লী যাই
I always wash my hands before eating. প্রতিবার খাবার আগে আমি হাতদুটো সাবান দিয়ে ধুয়ে নিই
We get salary on the first of every month. আমরা প্রতি মাসের প্রথম দিন বেতন পাই
I never go to school by bus. আমি কখনই বাসে করে স্কুলে যাই না
I check my emails daily. আমি প্রতিদিন আমার ই-মেল চেক করি

No comments:

Post a Comment