Monday, August 13, 2018

English lessons -21 Learn to speak English through Bengali language In 30 Days

English Bengali
He broke the window. তিনি জানালা ভেঙ্গেছিলেন।
I drove a car yesterday. আমি গতকাল একটি গাড়ি চালিয়েছিলাম।
We bought a new car. আমরা একটি নতুন গাড়ি চালিয়েছিলাম।
Madhu wrote a letter. মধু একটা চিঠি লিখেছিল।
I lost my watch. আমি আমার ঘড়িটা হারিয়ে ফেলেছিলাম।
Past Tense - Irregular Verbs অতীত কাল - Irregular Verbs 
Past forms of see, eat, run, etc. see, eat, run ইত্যাদির Past forms 
Usage of Simple Past Tense Simple Past Tense-এর ব্যবহার
To talk about actions completed in the past অতীতে যেসকল ঘটনা ঘটে গেছে সেগুলি বিষয়ে বলা
It is not necessary to mention time over here. এখানে সময়কাল উল্লেখ করা গুরুত্বপূর্ণ নয়।
Two types of verbs are used in the past tense – Regular and Irregular অতীত কাল বোঝাতে দু ধরণের ক্রিয়াপদ (verb) ব্যবহার করা হয় - Regular এবং Irregular 
Verbs that do not end with "d", "ed" and "ied" in their Simple Past Tense forms are known as Irregular Verbs. Simple Past Tense-এর রূপে যেসকল verb-এর শেষে "d", "ed" এবং "ied" থাকে না তাদের Irregular Verbs বলে
The Past form of "write" is "wrote". Therefore, "write" is an Irregular Verb.  "write" এর Past form হল "wrote"। সেইকারণে,  "write" হল একটি Irregular Verb।
Some irregular verbs with their past forms are given below কয়েকটি irregular verbs-এর past forms সহ নীচে উল্লেখ করা হল
Buy কেনা
Catch ধরা
Drink পান করা
Fight লড়াই করা
Give দেওয়া
Hear শোনা
Hit আঘাত করা
Sit বসা
Teach শিক্ষা দেওয়া
Write লেখা
Positive sentences হ্যাঁ-বাচক বাক্য
I went to the market. আমি বাজারে গিয়েছিলাম।
We met at a party. একটা পার্টিতে আমাদর দেখা হয়েছিল।
She  ate  pizza.  তিনি পিত্জা খেয়েছিলেন।
The glass fell off the table. গ্লাসটি টেবিল থেকে পড়ে গিয়েছিল।
The door bell rang. দরজার ঘণ্টি বেজেছিল।
Ruchi made a delicious cake. রুচী একটা দারুন স্বাদু কেক বানিয়েছিল।
Sameer learnt photography. সমীর ফটোগ্রাফি শিখেছিল।
I gave her a chocolate. আমি তাঁকে একটা চকোলেট দিয়েছিলাম।

No comments:

Post a Comment