Monday, August 13, 2018

English lessons -30 Learn to speak English through Bengali language In 30 Days

English Bengali
Rohan studies in college. This college is his. রোহন কলেজে পড়াশুনা করে। এই কলেজটি ওর।
We play cricket. These are our bats. আমরা ক্রিকেট খেলি। এগুলি আমাদের ব্যাট।
My mother is a teacher. This is her school. আমার মা একজন শিক্ষিকা। এটি ওনার স্কুল।
This car is mine. এই গাড়িটি আমার।
I am a doctor. This clinic is mine. আমি একজন চিকিত্সক। এই ক্লিনিকটি আমার।
Showing possession অধিকার-ভোগ প্রদর্শন
Usage of words like mine, yours, his, hers, etc. ইত্যাদির মতো mine, yours, his, hers শব্দাবলির ব্যবহার।
Words that are used to show possessions related to persons, things  or places যেসকল শব্দাবলি কোন ব্যক্তি, জিনিস বা স্থান সম্পর্কিত অধিকার-ভোগ প্রদর্শন করতে ব্যবহার করা হয়।
Mine আমার
Yours তোমার
His তার
Hers তার(স্ত্রী-বাচক)
Ours  আমাদের
Theirs তাদের
This is my bag. এটি আমার ব্যাগ।
This bag is mine. এই ব্যাগটি আমার।
This is your bag. এটি আপনার ব্যাগ।
This bag is yours. এই ব্যাগটি আপনার।
This is his/her bag. এটি তাঁর/তাঁর(স্ত্রীবাচক) ব্যাগ।
This bag is his/hers. এই ব্যাগটি তাঁর/তাঁর(স্ত্রীবাচক)
This is our bag. এটি আমাদের ব্যাগ।
This bag is ours. এই ব্যাগটি আমাদের।
My brother has won the competition. This trophy is his. আমার ভাই প্রতিযোগিতায় জয়লাভ করেছে। এই ট্রফিটি ওর। 
We have bought this laptop. This is ours. আমরা এই ল্যাপটপটি কিনেছি। এটি আমাদের।
That car is theirs. ঐ গাড়িটি ওনাদের।
My sister plays with the dolls. These dolls are hers. আমার বোন পুতুল নিয়ে খেলা করে। এই পুতুলগুলি ওর।
This house is mine. এই বাড়িটি আমার।

No comments:

Post a Comment