Monday, August 13, 2018

English lessons -4 Learn to speak English through Bengali language In 30 Days

English Bengali
Priya does not play tennis. প্রিয়া টেনিস খেলে না।
They do not live in Mumbai. তারা মুম্বাইতে থাকে না।
Rohit does not go to college. রোহিত কলেজে যায় না।
He does not make good painting তিনি খুব ভালো আঁকতে পারেন না।
We do not like apple আমরা আপেল পছন্দ করি না।
Negative Sentences  না-বাচক বাক্য
Do not / Does not का उपयोग करके Do not / Does not ব্যবহার করা
When we want to show action then use "Do, Does" যখন আমাদের কোন কাজ করতে হয় তখন আমরা "Do, Does" ব্যবহার করি
The meaning of "Do" and "Does" is to do and 'not' means 'no' "Do" এবং "Does"-এর অর্থ হল কাজ করা এবং 'not' -এর অর্থ হল না
Both "Does not" and "Do not" means to not do. "Does not" এবং "Do not" দুটোরই অর্থ হল না করা
When there is 'not' in the sentence then it is a negative sentence.  যখন কোনো বাক্যে 'not'-এই শব্দটি থাকবে তখন সেটি হবে না-বাচক বাক্য
Do not (don't) and does not make negative sentences Do not (don't) এবং does not না-বাচক বাক্য গঠণ করে 
Use of Do not, Does not Do not, Does not-এর ব্যবহার
Doer কর্তা
Verb ক্রিয়া
Meaning  অর্থ
I don’t play আমি খেলি না
You don’t play তুমি খেল না
We don’t play আমরা খেলি না
They don’t play তারা খেলে না
He doesn’t play সে খেলে না
She doesn’t play সে (স্ত্রীবাচক) খেলে না
It doesn’t play এটা খেলে না
The form of the verb does not change with 'Do not, Does not' "Do not" এবং "Does not"-এর সঙ্গে ক্রিয়া পদের রূপের কোন পরিবর্তন হয় না
Meeta does not like homemade food. মিতার বাড়িতে তৈরী খাবার ভালো লাগে না।
I do not like this place. আমার এই জায়গাটি পছন্দ নয়।
He does not eat ice cream. তিনি আইসক্রিম খান না।
Rohit does not play with us. রোহিত আমাদের সঙ্গে খেলে না।
We do not know him. আমরা তাকে জানি না।

No comments:

Post a Comment